চট্টগ্রামে করোনায় ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু, শনাক্তের হার ২০.৪৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন নয়জন। এরমধ্যে নগরীতে একজন এবং উপজেলায় আটজন । এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১০৩ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ২৩৪ জন।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ  হাসপাতালসহ চট্টগ্রামের ১১ টি ল্যাবে ২ হাজার ৮৮৩ নমুনায় আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৩৩৬ জন এবং উপজেলায় ২৫৩ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৬৮ হাজার ৬৭৪ জন এবং উপজেলায় ২৪ হাজার ৫৯৪ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ২৩৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে একজন এবং উপজেলায় আটজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন নয়জন। এ নিয়ে নগরীরে ৬৪০ জন এবং উপজেলায় ৪৬৩ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০৩ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯০৮ নমুনার মধ্যে ৭৬ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮২ নমুনায় ১০৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২৪ নমুনায় ১২৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০ নমুনায় ৮৩ জন, এন্টিজেন টেস্টে ৩৬০ নমুনায় ৭২ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১২০ নমুনায় ৪১ জন, শেভরণে ৩৩৭ নমুনায় ১৯ জন, আরটিআরএল ল্যাবে ২৩ নমুনায় ১১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১১২ নমুনায় ৩৫ জন, এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫ নমুনায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।