৯০ দিনের মধ্যে কাবুল দখলে নিতে পারে তালেবান

সুপ্রভাত ডেস্ক »

আফগানিস্তানের রাজধানী কাবুল ৯০ দিনের মধ্যে তালেবান গোষ্ঠীর হাতে পতন হতে পারে। দেশটির অধিকাংশ গ্রামীণ অঞ্চলসহ, বেশকিছু শহর এবং প্রাদেশিক রাজধানী ইসলামপন্থী গোষ্ঠীটির দখলে চলে যাওয়ার পর এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন গোয়েন্দারা।

ইতোমধ্যে ৯টি প্রাদেশিক রাজধানী; ফৈজাবাদ, ফারাহ, পুলখুমরি, সারপুল, শেবেরগান, আয়বাক, কুন্দুজ, তালুকান জারাঞ্জ এর নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তালেবানের বিদ্যুৎগতির অগ্রাভিযানে সরকারি নিরাপত্তা বাহিনীগুলোর শক্তি, সামর্থ্য, দক্ষতা এমনকি মনোবলও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দারা বলছেন, রাজধানী কাবুলকে ৩০ দিনের মধ্যে অবরুদ্ধ করে ফেলতে পারে তালেবান। আর দখলে নিতে পারবে ৯০ দিনের মধ্যে। বুধবার মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে তথ্য জানিয়েছেন।