গৃহসজ্জার পণ্যের ধারণা দেবে ‘মাই কিচেন’

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি নারীর স্বপ্ন একটি সুন্দর গোছালো ঘর। সে ঘর গোছালে রাখতেও দরকার গৃহসজ্জার নানা পণ্য সর্ম্পকে সম্যক ধারণা। আর সে ধারণা দিতে চট্টগ্রামে প্রথমবার কিচেন, গৃহসজ্জা ও লাইটিং সরঞ্জাম নিয়ে মেলার আয়োজন করছে মাই কিচেন। মঙ্গলবার ২৩ আগস্ট রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে প্রেস কনফারেন্সে মেলা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন তিলোত্তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাজ্জাদ। শাহরিয়ার সাজ্জাদ বলেন, গতানুগতিক কিচেন থেকে মডিউলার কিচেনে রান্নার আরামদায়কতার বিষয়টি উপলদ্ধি করোনোর উদ্দেশ্যেই আমরা এ মেলার আয়োজন করছি। যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা, সিরামিক, লাইটিং, ফার্নিচার সর্ম্পকে ধারণা নিতে ইচ্ছুক তারা উপকৃত হবে বলেন।

আগামী ২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান হলে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলাটির উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার্স অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সিআইপি। মেলাতে থাকবে ৩০টির বেশি প্রতিষ্ঠানের অর্ধশত দেশি বিদেশি ব্র্যান্ডের কিচেন সলিউশন, ফার্নিচার, সিরামিক, ফিটিংস, লাইটিংসহ গৃহসজ্জার নানা পণ্যর স্টল। মেলাটি মাই কিচেনের পৃষ্ঠপোষকতায় এফ টাচ ইভেন্টস লি: এবং সাইন এন্ড ডিজাইন যৌথভাবে আয়োজন করছে। এসময় মাই কিচেনের সিওও শওকত ইমরান খান, সাইন এন্ড ডিজাইন সিইও এ বি এম খারেদ মাহমুদ , এফ টাচ ইভেন্টস লি: এর পরিচালক শেখ ফিরোজ আহমেদ ও মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।