গাছের সঙ্গেও শত্রুতা!

নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া »

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের আলমগীর চৌধুরী পাড়া এলাকায় মুক্তিযোদ্ধা এম ফজল করিম সড়ক রক্ষায় লাগানো গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে বনজ গাছে লাগানো চারা উপড়ে কিংবা ভেঙ্গেও দেয়া হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত গভীরে যে কোন সময় দুর্বৃত্তরা এ কাজ করেছে।
প্রত্যয় একতা সংঘ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন সদস্যরা মুজিব বর্ষ উপলক্ষে শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে ৩শ বনজ গাছের চারা রোপণ করে। ওই সংগঠন মুক্তিযোদ্ধা এম. ফজল করিম সড়কের উপজেলার কালিয়াইশ ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন দু’টি অংশে ১ কিলোমিটার বৃক্ষরোপণ করে। গত বুধবার রাতে দুর্বৃত্তরা ধর্মপুর অংশের সড়কের দু’পাশের চারা কেটে উপড়ে ফেলে।
সম্পূর্ণ নিজেদের খরচে সড়কের ভাঙ্গন রোধ করতে আর সবুজ এলাকা গড়ে তুলতে এ উদ্যোগ নেয় সংগঠনটির সদস্যরা।
জানা যায়, কালিয়াইশ ইউনিয়নের সংগঠনটি পার্শ্ববর্তী ধর্মপুর ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করলে ওই এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক ঈর্ষান্বিত হয়ে এ কাজ করেছে।
ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, যারা সড়কের গাছের চারা কেটে দিয়েছে তারা এলাকায় কোন ভার কাজে অংশ গ্রহন করেনা। তারা চুরি ডাকাতি সন্ত্রাসী কাজ করে এলাকায়। এমনকি দিনে রাতে জুয়াঁ আর মদ ইয়াবা নিয়ে পড়ে থাকে।
প্রত্যয় একতা সংঘের সভাপতি ওবাইদুল আকাইদ বলেন, আলমগীর-মহুরীপাড়া সংযোগ সড়কের দু’পাশের মাটি ধ্বস রক্ষা করতে এবং সবুজায়ন এলাকা গড়ে তুলতে সংগঠনের সদস্যরা মুজি বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিই। সিদ্ধান্তানুযায়ী ২৩ জুলাই দিনভর সবাই মিলে প্রায় ৩শ গাছের চারা লাগিয়েছিলাম। তবে বুধবার রাতে দুর্বৃত্তরা গাছগুলো ভেঙে আর উপড়ে দিয়েছে। এতে সংগঠনের সবার মন ভেঙে পড়েছে।
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রত্যয় একতা সংঘের সভাপতি ওবাইদুল আকাইদসহ অন্যান্য সদস্যরা জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক স্থানীয় প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন সংগঠনের সদস্য ও স্থানীয়রা।