কর্মশালায় অভিমত : প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণের বিকল্প নেই

ডানচার্চ এইড এর অর্থায়নে উৎস পরিচালিত প্রকল্প এডুকেশনাল অ্যাসিসট্যান্স ফর পারসন’স উইথ ডিসএ্যাবিলিসএর ফ্রন্টলাইন যোদ্ধা ডিজএ্যাবিলিটি অ্যাডভোকেসি গ্রুপ এর ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। গতকাল ‘নেতত্ব বিকাশ ও অ্যাডভোকেসি’ বিষয়ক কর্মশালার সমাপনীতে উৎস এর কার্যক্রম সমন্বয়কারী নাট্যজন মুহাম্মদ শাহ আলম বলেন, ‘প্রতিবন্ধিতা বিষয়ক অ্যাডভোকেসি করার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা অধিকার প্রাপ্তিতে অধিপরামর্শ তথা অ্যাডভোকেসি করার দক্ষতা বাড়াতে ২ দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
নগরীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন ওবায়দুল ইসলাম মুন্না ও ফারহান করিম।
কর্মশালায় ১১ জন নারী এবং ৯ জন পুরুষ প্রতিবন্ধী শিক্ষর্থী অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনীতে আরো উপস্থিত ছিলেন উৎস’র মনিটরিং অফিসার আবুল হাশেম খান, প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগম, হিসাব কর্মকর্তা আয়েশা আকতার, কমিউনিটি মোবাইলাইজার আলী আহমদ, মো. নাসির ও উৎস’র প্রোগ্রাম অ্যাসোসিয়েট রেশমা আকতার। বিজ্ঞপ্তি