করোনা : আফ্রিকায় লাখ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে

সুপ্রভাত ডেস্ক :

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, করোনা মহামারির কারণে আফ্রিকায় লাখ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। তিনি এ সংকট মোকাবেলায় ‘বৈশ্বিক সংহতির’ ডাক দিয়েছেন।
আফ্রিকা মহাদেশ নিয়ে সুপারিশমালাসহ জাতিসংঘের গবেষণার পাশাপাশি গুতেরেস তার এক বিবৃতিতে বলেছেন, এই মহামারি আফ্রিকার অগ্রগতির জন্যে হুমকি। এটি দীর্ঘদিনের অসাম্য, প্রবল ক্ষুধা, অপুষ্টি ও রোগ ঝুঁকি আরো তীব্রতর করবে।
গুতেরেস করোনা মোকাবেলায় আফ্রিকার ভূমিকার প্রশংসা করে বলেছেন, এখানে আশংকার

চেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা কম।
তিনি আরো বলেন, আফ্রিকান দেশুগলোর জন্যে যে কোন সম্ভাব্য ভ্যাকসিন ও চিকিৎসার দ্রুত ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
আফ্রিকায় মহামারির শুরুর পর্যায় উল্লেখ করে মহাসচিব বলেন, যে কোন বিচ্যুতি করোনার ছড়িয়ে পড়াকে ত্বরান্বিত করবে।
তিনি তার সুপারিশমালায় আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থা জোরদার, খাদ্য সরবরাহ ঠিক রাখাসহ আর্থিক সংকট দূর করতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।
একইসঙ্গে তিনি মহামারি সংকট থেকে উত্তরনে আফ্রিকাকে সহায়তায় অতিরিক্ত ২০ হাজার কোটি মার্কিন ডলার দেয়ার আহ্বান জানিয়েছেন।