করোনাকালীন উদ্যোগের প্রশংসা ইডিইউর সিন্ডিকেটে

করোণাকালে শিক্ষার্থীদের পড়ালেখা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) হাতে নেয় নানা উদ্ভাবনী উদ্যোগ। এসব উদ্যোগ অনলাইন পাঠচর্চাকে যেমন কার্যকর ও মসৃণ করেছে, তেমনই বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে স্থাপন করেছে এক অনন্য মাইলফলক। রেববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়া ইডিইউর সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইডিইউর উপাচার্য অধ্যাপক সিকান্দার খান। সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য ২১ কোটি ৬৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভার্চুয়াল সংস্কৃতি গড়ে তুলতে সচেষ্ট ছিলো ইডিইউ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় ইডিইউ কর্তৃপক্ষের গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করেন সিন্ডিকেটের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, ইউজিসি মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুলতান আহমদ, শিক্ষা মন্ত্রণালয় মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. এমরান হোসেন, ইডিইউর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিরেক্টর খলিলুর রহমান, প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে স্কুল অব লিবারেল আর্টসের শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের ড. মো. রকিবুল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি