কক্সবাজারে উচ্ছেদের সময় হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলার ঘটনায় মামলা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে সদর মডেল থানায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ইমারাত পরিদর্শক ডেভিড চাকমা ৪ থেকে ৫ শতাধিক জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, শনিবার সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াসহ ১০ জন আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক জানিয়েছেন, ৫২টি স্থাপনা ইতোমধ্যে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের পর ধ্বংসস্তূপ থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেয়নি। তবে না নিলে তা নিলামে বিক্রি করা হবে। জায়গাটি সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর বন বিভাগের মাধ্যমে বৃক্ষরোপণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।