ইউসিবিএল ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক »

নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় টানা তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। এর আগে রাইফেল ক্লাব ভবনে ইউসিবি জুবিলী রোড শাখা কার্যালয়ে সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তারা জানিয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। প্রথমে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে আরও দু’টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনের কারণে রিয়াজউদ্দিন বাজার আমতলা মোড় ও নন্দনকানন মোড় থেকে রাইলফেল ক্লাবমুখী সড়ক দুটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ।