যে স্বপ্ন ঘুমাতে দেয়না সেই স্বপ্ন দেখতে হবে

নরওয়েতে জাহাজ মালিকদের সম্মেলন

নরওয়েজিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ জহিরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক »

পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, আমাদের সেই স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন ঘুমাতে দেয়না। নরওয়েতে জাহাজ মালিকদের এক সম্মেলনে বাংলাদেশে জাহাজ ভাঙা শিল্পের নতুন যুগের অগ্রদূত হিসাবে পরিচিত জহিরুল ইসলাম একথা বলেন। গত ১৪ মার্চ নরওয়েজিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন তিনি।

বাংলাদেশে প্রথম গ্রিন শিপ ইয়ার্ড বাস্তবায়ন করেছে পিএইচপি ফ্যামিলি। পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম গ্রিন ইয়ার্ডের স্বীকৃতি পেয়েছে। কঠিন পথ পাড়ি দিয়ে বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের ইতিহাসে পরিবেশবান্ধব ইয়ার্ডের স্বীকৃতি অর্জন করেছেন। জাহাজ মালিকদের সম্মেলনে জহিরুল ইসলাম কিভাবে সেই স্বীকৃতি আদায় করেছেন সেই অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানানো হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বীকৃতি আদায়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

এছাড়া তিনি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি মোকাবেলা, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাহাজ ভাঙা শিল্পের কিভাবে উন্নতি সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সম্মেলনে নরওয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, রাজনীতিবিদ, নরওয়ে মেরিটাইম ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল, নরওয়ের জাহাজ মালিকগণ, বিশেষ দূত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন দেশের ৩৫০ জনের অধিক আমন্ত্রিত অতিথি সম্মেলনে উপস্থিত ছিলেন।