আবারো অবৈধ জর্দা ও গুল আটক করেছে ভ্যাট কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক »

দুই মাসের ব্যবধানে নগরীতে আবারো অবৈধ জর্দা ও গুল আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কর্মকর্তারা।
১ এপ্রিল আগ্রাবাদের চৌমুহনীর সিডিএ কর্ণফুলী মার্কেটের একটি দোকান থেকে দেড় কোটি টাকার অবৈধ জর্দা ও গুল আটক করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের মোহাম্মদ আকবর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাটের আগ্রাবাদ ও চট্টলা বিভাগের সমন্বয়ে একটি নিবারক দল এ অভিযান পরিচালনা করেন।
আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা উপ কমিশনার মো. শাহীনূর কবীর পাভেল জানান, আটক জর্দা ও গুলের ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ ৫৮ লাখ ৬৯ হাজার টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটক জর্দা ও গুলের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে ভ্যাট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এর আগে নগরীর দেওয়ানবাজার ও কদমতলীর আবাসিক এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের জর্দা তৈরির কারখানা ও যন্ত্রপাতি আটক করেন ভ্যাট সদর দপ্তরের নিবা রক দলসহ আগ্রাবাদ ও সদরঘাট সার্কেলের কর্মকর্তারা।