আধুনিক বিজ্ঞান জাদুঘর চাই

অংশীজন সভা

“বিজ্ঞান শিক্ষার্থী ও নাগরিকদের প্রত্যাশাপূরণ করতে পারে, এমন এক আধুনিক ও পরিচ্ছন্ন জাদুঘর গড়তে অব্যাহত প্রয়াস চলছে। যন্ত্রপাতির আধুনিকীকরণ করা হচ্ছে, উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে, গত এক বছরে ২ হাজারের অধিক কুইজ, অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, বিজ্ঞান বক্তৃতা ও ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এমনকি ১৮ লক্ষ দর্শককে ভার্চ্যুয়াল ভিজিটের ব্যবস্থা করা হয়েছে।” আজ (১১.০১.২০২১ইং) তারিখ সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শুদ্ধাচার ভিত্তিক অংশীজন সভায় মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এ বক্তব্য প্রদান করেন।” বাংলাদেশ কোস্টগার্ডের কমান্ডার রেজাউল হাসান, জাতীয় জাদুঘরের কীপার ড. বিজয় কুমার বণিক, বন বিভাগের কনজারভেটর ইমরান আহমেদ, বিমান প্রকৌশলী তানজিয়া রশীদ, ঢাকা সিটি কর্পোরেশনের প্রকৌশলী আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান পরিষদের সভাপতি আরিফুল হক,জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রাশিদুল ইসলাম, সেফ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিল হোসেন, বাংলা নিউজ ২৪ এর সিনিয়র করোসপন্ডেন্ট মো: মফিজুল ইসলাম প্রমুখ বক্তারা বিজ্ঞান জাদুঘরের কর্মকান্ডকে এপস্ ভিত্তিক ছড়িয়ে দেয়া, বিজ্ঞান শিক্ষায় বাংলা কনটেন্ট অন্তর্ভূক্তকরণ, বাংলাদেশের বিজ্ঞানীদের জীবন ইতিহাস সংরক্ষণ, ফেসবুকে বিজ্ঞান শিক্ষা প্রদর্শন, সড়কে প্রদর্শনীমূলক সাইনবোর্ড স্থাপন এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের ইন্টারএকটিভ বিজ্ঞান শিক্ষার কার্যক্রম চালুর বিষয়ে মতামত ব্যক্ত করেন। তাছাড়া অনুষ্ঠানশেষে অংশীজনদের নিয়ে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।