১৩৮৭ নমুনায় ১১৭ আক্রান্ত

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় একজনের  মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১৭ জন। গত রোববার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিআরএল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৩৮৭ নমুনায় করোনা পজিটিভ হয়েছে ১১৭ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫৭৮ জন। করোনায় আক্রান্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৬২৯ নমুনার মধ্যে ১৬ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৬ নমুনায় ১৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩১৩ নমুনায় ২৯ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ নমুনায় ১২ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৩০ নমুনায় ১৬ জন, শেভরনে ৬১ নমুনায় ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২১ নমুনায় ২ জন এবং আরটিআরএল ল্যাবে ২০ নমুনায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১ জনের নমুনায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।