অচিরেই গণতন্ত্রের সূর্য উঠবে : আবু সুফিয়ান

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ আবু সুফিয়ান বলেন, যুগে যুগে পৃথিবীর বাঁক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তরুণরা। ৫২‘র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যে অর্জন- তা মূলত তৎকালীন তরুণদের উচ্ছ্বাসের ঢেউয়ের বহিঃপ্রকাশ। আজকে যারা স্বেচ্ছাসেবক দলে নতুন দায়িত্ব পেয়েছেন সকলে বয়সে তরুণ। তারুণ্য নির্ভর নতুন নেতৃত্ব সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করবে। আন্দোলন করতে হবে। এই অন্ধকারের ঘোর অমাবস্যা কেটে অচিরেই বিএনপির নেতাকর্মীদের হাত ধরে আবারও বাংলার আকাশে গণতন্ত্রের সোনালি সূর্য উদিত হবে। তিনি ২১ সেপ্টেম্বর বিকেলে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বোয়ালখালী উপজেলা নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক এর সভাপতিত্বে ও উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম ও ইব্রাহিম হোসেনের যৌথ সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যথাক্রমে আব্দুল হালিম, আহমদুর রহমান, মো. আইয়ুব মেম্বার,আক্কাস খাঁন,শাহ আলম, এস এম জাবেদ মেহেদি হাসান সুজন, আরিফ চৌধুরী ছোটন, মো. কামাল উদ্দিন, আবু ছিদ্দিক, পৌরসভা বিএনপির সদস্য সচিব ইউচূপ চৌধুরী,যুগ্ন আহবায়ক এ এম কামাল উদ্দিন, বিএনপি নেতা, নুরুল আমিন, এম এ মান্নান, হাজী জামাল হোসেন চৌধুরী, এমদাদ আনচারী, দিদারুল আলম রিটন, মমতাজ উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি ইসমাঈল চৌধুরী, যুগ্ন সম্পাদক সায়েম উদ্দীন চৌধুরী টিটু, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন নান্নু। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, ইলিয়াস তালুকদার, ইমরান বাবলু, আবুল বশর চৌধুরী, হাজী বেলাল হোসেন, জহিরুল ইসলাম রাসেল, আব্দুল ছালাম ছোটন, হেলাল উদ্দিন সুমন, মো. সাইফু, মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহবায়ক, এসএ রাসেল, ফোরকান,আবু সালেহ জাভেদ খান, মো. জুয়েল, সুজন, দিদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মো. রাসেল, মো. জুয়েল, মো. এমরান, মো. বেলাল, মো. মোরশেদ,ছাত্রদল নেতা মো. শওকত হোসেন, সিদ্দিক আজাদ রিহাদ, ইফতেখারুজ্জামান রিপন,হাসান হিমু, শাহাদাত জিকু, হেলাল উদ্দিন জুয়েল, শওকত ওসমান রিজানসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি