অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল ফের শুরু

সুপ্রভাত ডেস্ক :

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কভিড-১৯ ভ্যাকসিনের স্থগিত  ক্লিনিক্যাল ট্রায়াল পুনরায় শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যে তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে বিশ্বজুড়ে ভ্যাকসিনটির ট্রায়াল স্থগিত করা হয়েছিল। গতকাল শনিবার অক্সফোর্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা দ্য মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) সুরক্ষা তথ্যের স্বতন্ত্র পর্যালোচনা শেষে ট্রায়াল পুনরায় শুরু করার পরামর্শ দিয়েছে। তবে তারা অসুস্থ হওয়া অংশগ্রহণকারীর বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, যুক্তরাজ্যের কমিটি তাদের তদন্ত শেষ করেছে এবং এমএইচআরকে সুপারিশ করেছে যে যুক্তরাজ্যে ট্রায়াল শুরু করা নিরাপদ। শেষ পর্যায়ের ট্রায়ালে থাকা ভ্যাকসিনগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি। সফলভাবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষে ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাজুড়ে ৩০ হাজার অংশগ্রহণকারীর ওপর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হচ্ছে অক্সফোর্ড জানিয়েছিল, ট্রায়ালের অধীনে প্রায় ১৮ হাজার মানুষ ‘স্টাডি ভ্যাকসিন’ পেয়েছে। আমরা অংশগ্রহণকারীর গোপনীয়তার কারণে অসুস্থতা সম্পর্কে মেডিকেল তথ্য প্রকাশ করতে পারি না। আমরা আমাদের অংশগ্রহণকারীদের সুরক্ষা এবং গবেষণায় সর্বোচ্চ মানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সুরক্ষার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।