যৌতুক ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে

আন্জুমানে রজভীয়া নুরীয়ার সংবাদ সম্মেলন

আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে ৬ মার্চ দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্সে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ, গুণিজন সংবর্ধনা এবং আন্দোলনের ১ যুগ পূর্তিতে র‌্যালি অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ উপলক্ষে ৩ মার্চ সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মজিআ)।
তিনি বলেন, আজ হতে ১২ বছর আগে ২০১০ সালে আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর আয়োজনে লালদীঘি ময়দানে যৌতুক বিরোধী মহাসমাবেশের মাধ্যমে দেশে বৃহৎ পরিসরে যৌতুকবিরোধী আন্দোলন সূচিত হয়। পরবর্তীতে বৃহত্তর চট্টগ্রামসহ সারা দেশে টানা বেশ কয়েক বছর ধরে যৌতুক বিরোধী মহাসমাবেশ আয়োজন করা হয়। যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা, যৌতুককে ঘৃণা করতে শেখানোই প্রতিবছর যৌতুকবিরোধী এ মহাসমাবেশ আয়োজনের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, যৌতুক বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। যৌতুকের সুদূরপ্রসারী কুফল দেশবাসীকে পুরোপুরিভাবে আমরা জানাতে ব্যর্থ হয়েছি বলে এখনো যৌতুকমুক্ত দেশ গড়ে উঠেনি। যৌতুকের আগ্রাসী জৌলুস থেকে গরিব পরিবারগুলোকে বাঁচাতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশে যৌতুকবিরোধী আইন আছে। কিন্তু বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নেই। বাল্য বিয়ের বিরুদ্ধে যে আইন আছে, সারা দেশে তা মোটামুটি কার্যকর বলে বাল্য বিয়ে কিছুটা হলেও হ্রাস পেয়েছে। যৌতুক দেয়া-নেয়া ঠেকাতে প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপ নেয়া আজ জরুরি হয়ে দাঁড়িয়েছে। যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে সরকার, সামাজিক সংস্থাসহ প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মুহাম্মদ মিয়া জুনায়েদ, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, এ.জে.এম হোসাইন, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ওসমান গনি জাহাঙ্গীর, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ ফরিদুল আলম, হাফেজ মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ আইয়ুব তাহেরী, মাওলানা মুহাম্মদ সালামত রেজা, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ ইমাম হোসেন, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ মিনহাজ নূরী, মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ বরাত প্রমুখ। বিজ্ঞপ্তি