হেফাজতের আমীর আল্লামা শফি অসুস্থ চমেকে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :

দারম্নল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী আবার অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে তিনি অসুস্থতা বোধ করলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিশেজ্ঞ চিকিৎসকদের পরার্মশে আল্লামা শফীকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

হেফাজতের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস মাদাসী সুপ্রভাতকে এ তথ্য নিশিচত করেছেন। তবে তিনি বলেন, মূলত চেকআপের জন্য হুজুরকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার (আলস্নামা শফী) শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

দেশের শীর্ষ আলেম আলস্নামা শাহ আহমদ শফীর শরীরের বাসা বেধেছে নানা রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত মাসের শেষের দিকেও শরীরে নানা জটিলতা দেখা দিলে চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।