হিঙ্গুলী খালের ভাঙন : হুমকির মুখে শতবর্ষী মন্দির ও শ্মশান

রাজু কুমার দে, মিরসরাই

মিরসরাইয়ে হিঙ্গুলী খালের ভাঙনের কবলে পড়েছে সনাতন ধর্মালম্বীদের শতবর্ষী মন্দির ও শ্মশান। ভাঙনের কবলে পড়ে একটি শতবর্ষী বট গাছ খালে পড়ে গেছে। যদি দ্রুত ভাঙনরোধ করা না যায় বর্ষায় পূর্ব হিঙ্গুলী শীতলা কালী মন্দির ও স্থানীয়দের একটি শ্মশান বিলীন হয়ে যাবে। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের হিঙ্গুলী বাজারের পাশে পূর্ব হিঙ্গুলী শীতলা কালী মন্দিরটি অবস্থিত। ওই মন্দিরে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের অর্ধশত পরিবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। মন্দিরের পাশে রয়েছে একটি সার্বজনীন শ্মশান।  কিন্তু গত সোমবার রাতে প্রচন্ড বৃষ্টিতে হিঙ্গুলী খালের পানি বৃদ্ধি পেয়ে মন্দিরের পাশের শতবর্ষী বট গাছটি ভেঙে পড়ে যায়। খাল থেকে মন্দিরের দূরত্ব মাত্র ১০ হাত। এছাড়া খালের দুই হাত দূরে রয়েছে সার্বজনীন শ্মশান। ছরার পাশে দ্রুত গার্ডওয়াল নির্মাণ করা না হলে মন্দির ও শ্মশানটি ভারী বৃষ্টি হলে ভেঙে যাবে। স্থানীয় লিটন সেন, নয়ন নন্দী জানান, মন্দিরের পাশে গার্ডওয়াল নির্মাণ করতে বহু অর্থের প্রয়োজন। যা মন্দির কমিটি ও নিম্ন আয়ের গ্রামবাসীর কাছে নেই। তাই সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। পূর্ব হিঙ্গুলী শীতলা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃঞ্চ দেবনাথ ও সাধারণ সম্পাদক শিমুল কুমার সেন জানান, খালের পাশে দ্রুত গার্ডওয়াল নির্মাণ করা না  গেলে শতবর্ষী মন্দির ও শ্মশানটি খালে বিলীন হয়ে যাবে।

বিষয়টি হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুনকে জানানো হয়েছে। এবিষয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন জানান, হিঙ্গুলী খালের ভাঙনের বিষয়টি তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি লিখিতভাবে বিষয়টি উধর্তন কর্মকর্তাদের অবহিত করবেন।