হালদায় বালুবাহী দুই ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, রাউজান :

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী দুটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১ মে দুপুর ১টা  থেকে ২টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে হালদা নদীতে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্র মতে, হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গহিরা ব্রীক ফিল্ড নামকস্থানে হালদা-সর্তা মোহনায় বালুবাহী অবৈধ দুটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।

এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে দুটি  নৌকা ধ্বংস করা হয়েছে। চলতি প্রজননের মৌসুমে হালদা নদীতে অপরাধ তৎপরতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।