স্বৈরাচারের পতন করতে হবে

বিএনপির মিছিল ও সমাবেশে আবু সুফিয়ান

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিকলবাহা ক্রসিং মেগা কনভেনশনের সামনে কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মো. ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জনগণের স্বত .স্ফূর্ত অংশগ্রহণে লুটপাঠ ও দূর্নীতিবাজ এ সরকারকে অচিরেই বিদায় করা হবে। ১০ টাকায় চালের কথা বলে আজকে ৭০-৮০ টাকা চালের দাম পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘরে ঘরে চাকরির দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ সরকার চাকুরির পরিবর্তে ঘরে ঘরে মামলা হামলা, নির্যাতনের শিকার করছে মানুষকে।

বিনামূল্যে সারের কথা বলে অস্বাভাবিক উচ্চ মূল্যেও সার পাচ্ছে না কৃষক। এ সব ভোগান্তির মধ্যে যখন মানুষ দিশেহারা, ঠিক তখনই নিশিরাতে জ্বালানী তেলের দাম বাড়িয়ে জনমনে চরম অশান্তি সৃষ্টি করেছে। স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না। স্বৈরাচার সরকারের পতন করে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই দেশের শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ফোরকান, জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর উদ্দিন তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহীদুল আলম শহীদ।

সমাবেশ শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের নেতৃত্বে মেগা কনভেনশন’র সামনে হতে এক বিক্ষোভ মিছিল কলেজ বাজারে গিয়ে আবার পুনরায় সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফয়সাল, আব্দুল গফুর, সোলায়মান দোভাস, মো. হোসেন বাবুল, আব্দুল কাদের, তৈয়ব কন্ট্রাক্টর, আলী আব্বাস, ইদ্রিচ হায়দার, আবু তাহের, ছালেহ জহুর, এটিএম হানিফ, শেখ আহমদ, মুনির মুন্সি, সালাহ্ উদ্দিন, মাঈনুদ্দীন টিপু, এস.এম. ফারুক হোসেন, সেলিম খান, মো. আলমগীর, আনোয়ার হোসেন, মামুনুর রশিদ, নুরুল ইসলাম, মো. শামীম, মো. ফারুক, মো . দিদার, মো. কামরুদ্দীন সবুজ, সাখাওয়াত হোসেন মিশু, মো. হারুন, মো. ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি