সিনেমার আমেজ নিয়ে আসছে ‘থ্রি’

সুপ্রভাত ডেস্ক :
করোনা ভাইরাসের জেরে বন্ধ রয়েছে সিনেমা হল। আসন্ন রোজা ঈদেও হল খোলার সম্ভাবনা নেই। তাই ঈদের আনন্দে হলে গিয়ে সিনেমা দেখার বিনোদন থেকে বঞ্চিত হবেন এবার দর্শক। তবে সিনেমার অভাব পূরণ করতে নানা আয়োজনে সেজেছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলো। অনেক নির্মাতাই সিনেমার আমেজ নিয়ে নানারকম নির্মাণ নিয়ে হাজির হচ্ছেন।
তার ভিড়ে আসতে চলেছে ‘থ্রি’। ঘরে বসেই নির্মাণ হলো থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্ম। হালের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এটি নির্মাণ করেছেন পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। এতে অভিনয় করেছেন মডেল অভিনেতা সাঞ্জু জন, ইমতু রাতিশ, তন্ময় এবং নিরব।
এ-প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটা আসলে ফিল্মের মতো করে নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ থ্রিলার গল্প। প্রতি সিকোয়েন্সে সাসপেন্স রয়েছে। আমার এই প্লানটা ছিল লকডাউনের শুরুতেই। ভাগ্যবশত আমি সবাইকে একসঙ্গে পেয়েছি।’
ভিডিও কলের মাধ্যমে এর শুটিং শেষ হয়েছে ঘরে বসেই। বর্তমানে এডিটিং চলছে। আশা করছি ঈদের পঞ্চম দিনে এটি অবমুক্ত করা হবে প্রথম সারির একটি অনলাইন প্লাটফর্মে।
অভিনেতা সাঞ্জু জন বলেন, ‘আমরা নিজেরাই যার যার ক্যামেরা দিয়ে শুটিং করেছি।আমরা তো কলকাতাতে এক সঙ্গেই আছি। সেখানে লকডাউনের জন্য আটকে ছিলাম। ভাবলাম কিছু একটা করি। তাই জিহাদ আর আমরা সবাই মিলেই কাজটি করলাম।’
আরেক অভিনেতা ইমতু রাতিশ বলেন, ‘ওয়েব ফিল্মের গল্পের প্রেক্ষাপট একদমই ভিন্ন আঙ্গিকের। এখানে কে নায়ক কে ভিলেন বুঝতে হলে পুরো ফিল্মটি দেখে শেষ করতে হবে।প্রতিটি সিনই আমরা পরিকল্পনা অনুযায়ী করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফিল্মের আয় করা অর্থ আমরা অসহায় গরিবদের মধ্যে বন্টন করবো এই দুর্যোগ মোকাবিলায়।’
খবর : জাগোনিউজ’র।