সিঁথির অতিথি হলেন কবিতা কৃষ্ণমূর্তি

সুপ্রভাত ডেস্ক :
সংগীতশিল্পী সিঁথি সাহার বেশ কিছু পরিচয় আছে। তার মধ্যে অন্যতম হলো- উপস্থাপিকা। তার সঞ্চালনায় মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয় ‘সিঁথির অতিথি’ নামের অনুষ্ঠান। এবার এতে অতিথি হলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। প্রশংসিত এই শিল্পী ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় গান করেছেন। বিশেষ করে শাস্ত্রীয় সংগীতে তিনি অসামান্য অবদান রেখেছেন।
স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবিতা। সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি জনপ্রিয় বেশ কিছু গান গেয়ে শোনান। এছাড়া কথা বলেন করোনাকালীন জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। থাকবে প্রশ্নের ‘এক কথায় উত্তর’ ও ‘হ্যাঁ-না’ উত্তর। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম। আগামী ২৪ অক্টোবর রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই পর্বটি। খবর : বাংলাট্রিবিউন’র।