সরকারের উন্নয়নকাজ প্রকৌশলীদের তুলে ধরতে হবে : নওফেল

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যেসব উন্নয়ন কার্যক্রম চলমান, তার সাথে প্রকৌশলীরা সরাসরি জড়িত। সেজন্য উন্নয়ন কর্মকাণ্ডের সুফল প্রকৌশলীরা সাধারণ মানুষের কাছে তুলে ধরলে তারা বুঝতে পারবেন দেশে কি পরিমাণ কর্মকাণ্ড চলছে এবং তা থেকে তারা কি সুফল পেতে পারেন। তাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরতে প্রকৌশলীদের প্রতি অনুরোধ জানান শিক্ষা উপমন্ত্রী।
তিনি গতকাল রোববার সকালে নগরীর জিইসি মোড়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিতরণ দক্ষিণাঞ্চল বিউবো চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, সিটি করপো রেশন এর প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী এম এ রশিদ, প্রকৌশলী খোরশেদ উদ্দিন আহমেদ বাদল, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, প্রকৌশলী মনসুর, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, বিপিডিবির তত্ত্ব¡াবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, প্রকৌশলী হোসেন ইমাম, প্রকৌশলী ইফতেখার, প্রকৌশলী পারভেজ ও প্রকৌশলী রোকনোজ্জামান। বিজ্ঞপ্তি