শেখ হাসিনা বাংলাদেশের নির্ভরতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন  উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।

উত্তর জেলা আওয়ামী লীগ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন শাহ, মো. হারুন, মো. মহসীন মো. নুর খান প্রমুখ।

ইউএসটিসি

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকালে ব্লক ’ডি’র একাডেমিক ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়–য়া, প্রক্টর কাজী নুর-ই-আলম সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষিকামন্ডলী।

প্রিমিয়ার ইউনিভার্সিটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ভার্চুয়ালী উদ্বোধন করেন  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায়  অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের  সদস্য মিসেস হাসিনা মহিউদ্দিন, দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস সাবিহা মুসা, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য বোরহানুল হাসান চৌধুরী এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। ভার্চুয়ালি আরও সংযুক্ত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য  রেমন্ড আরেং।শেষে বাদে জোহর প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রিয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইআইইউসি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইইউসি) ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে পালন করলো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।

আইআইইউসি’র মূল ক্যাম্পাসে সকাল ১১টায় প্রথম দফা কেক  কেটে ও মোনাজাতের মাধ্যমে জন্মদিন পালিত হয়।এতে উপস্থিত ছিলেন আইআইইউসি’র ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ড সদস্য ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. শাকের আলম শাওক, কলা অনুষদের ডিন ড. রিয়াজ মাহমুদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আকতার সাঈদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. দেলোয়ার হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, ড. মহিউদ্দিন মাহি, আফজাল আহমেদ। অন্যদিকে কুমিরাস্থ আইআইইউসি’র ফিমেল একাডেমিক জোনে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

নগর স্বেচ্ছাসেবক লীগ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে  হযরত শাহ আমানত (রাঃ) মাজার সংলগ্ন তানজিমুল মোসলেমিন এতিমখানায় নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. হেলাল উদ্দীনের সভাপতিত্বে, আবু তাহের ও মো. মুকছুদ আলীর যৌথ পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।এতে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, এডভোকেট মহিউল ইসলাম সোহেল, এডভোকেট নজরুল ইসলাম, আসিবুল আলম,সাইফুল ইসলাম মামুন, সুজয়মান বড়–য়া জিতু, শামসুদ্দিন মানিক, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, গোলাম হোসেন সুমন, ফয়সাল উদ্দীন, মো. নাজিম উদ্দীন, ওমর ফারুক রাজু, আরফাত ইসলাম রকি, জিয়াউল হক শাকিল, সোহেল খান ফানা প্রমুখ।

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ জন্ম দিন উপলক্ষে দোয়া মাহফিল,৩০০ জন শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও কেক কাটা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপত্বিতে এতে প্রধান অতিথি  সাবেক মেয়র আ জ ম নাছিরউদ্দীন। বিশেষ অতিথি  ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক নাসিরউদ্দিন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, বেলালআহমেদ, জয়নাব বেগম,  সাইফুল আলম বাপ্পি, মো.শাহজাহান, মো. তসলিম, কোহিনুর আকতারসহ শিক্ষকবৃন্দ প্রমুখ।

সাদার্ন ইউনিভার্সিটি

জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি স্থায়ী ক্যাম্পাসে সকালে উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, অধ্যাপক সরওয়ার জাহান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দসহ বিএনসিসি ক্যাডেটরা।

ইডিইউ

দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও আন্তর্জাতিকভাবে এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন উদযাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান । এতে সভাপতিত্ব করেন ইডিইউর কোষাধ্যক্ষ অধ্যাপক সামস-উদ দোহা।এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মু. রকিবুল কবির, ডিন প্রফেসর ড. মু. নাজিম উদ্দিন, প্রফেসর মু. শহিদুল ইসলাম চৌধুরী, প্রক্টর মো. আসাদুজ্জামানসহ সকল ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তাবৃন্দ।