শিল্পী সিরাজের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হবে

পটিয়ায় মানববন্ধন ও সমাবেশ

পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আবদুল গফুর হালী কালজয়ী শিল্পী। চাটগাঁইয়া বিশ্বায়নে তাঁর অবদান অবিস্মরণীয়। অথচ এই সাধক  তাঁর বিরুদ্ধে সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুকে গান নকল করার ভিত্তিহীন স্ট্যাটাস দিয়ে সিরাজুল ইসলাম যে ধৃষ্টতা দেখিয়েছেন তা ক্ষমার অযোগ্য। সিরাজকে দ্রুত এই পোস্ট প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কুখ্যাত সিরাজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।’

১৩ আগস্ট সকাল ১১ টায় পটিয়া থানার মোড় চত্বরে বিভিন্ন সংগঠনের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে পৌর মেয়র উপরের বক্তব্য রাখেন। পটিয়ার কৃতী সন্তান, চাটগাঁইয়া গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালীর বিরুদ্ধে সামাজিক  যোগাযোগ মাধ্যমে শিল্পী সিরাজুল ইসলাম আজাদের মিথ্যা, ভিত্তিহীন ও অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ছৈয়দ  চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক  চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক  অরুণ কুমার মিত্র, কুসুম কলি আসর পটিয়া উপজেলার সভাপতি এটিএম শাহজাহান, শাপলা কুঁড়ি আসর পটিয়া উপজেলার সভাপতি আবদুল করিম, পটিয়া  প্রেস ক্লাবের সভাপতি হারুনর রশীদ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক আহমদ উল্লাহ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ, রশীদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এসএম হারুনর রশীদ, কবি জামাল উদ্দিন, সংগীতশিল্পী আলাউদ্দিন কাওয়াল, কাওয়াল, শিল্পী আহম্মদ নবী আমিরী, মফিজুল ইসলাম, শিল্পী মাহফুজ রহমান জাবেদ হালী, পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক অপু চন্দ্র দে, শিল্পী  ফেরদৌস হালী, এমরান হোসেন রাসেল, শিমুল মল্লিক, আজগর হোসেন, নাইম উদ্দিন, সাইদুর রহমান তানিম, আবদুস সাত্তার, শিবু মল্লিক, জয় শীল প্রমুখ। বিজ্ঞপ্তি