লোহাগাড়ায় টংকাবতী খালে বিলীন উত্তর আমিরাবাদের একাংশ

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :

লোহাগাড়ার উপর দিয়ে প্রবাহিত টংকাবর্তী খালের গর্ভে বিলীন হচ্ছে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদের একাংশ। ইতোমধ্যে উত্তর আমিরাবাদের তুলাতলীহাট ও সংলগ্ন রাস্তা প্রায় বিলীনের পথে ফলে উত্তর আমিরাবাদের সর্বসাধারণের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে। উত্তর আমিরাবাদে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।  শুধু তা নই উত্তর আমিরাবাদের পাশে রয়েছে সাতকানিয়া উপজেলার ছোট বারদোনা গ্রাম। এলাকাবাসী জানান, এ বর্ষা মৌসুমে তুলাতলী হাটসহ এলাকার চলাচলের রাস্তা ও বসতভিটা টংকাবর্তী খালের পথে বিলিনের আংশকায় দিনাতিপাত করছে।

এ ব্যাপারে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম ইউনুচ জানিয়েছেন, টংকাবর্তী খালের ভাঙ্গনের ব্যাপারে সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্ম নেজামুদ্দিন মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বলা হয়েছে। কিন্তু এ পর্যন্ত কাজের-কাজ কিছুই হয়নি।  এলাকাবাসীর মতে, অচিরেই টংকাবর্তী খালের ভাঙ্গনরোধে ব্যবস্থা করা না হলে তুলাতলী বাজারসহ উত্তর আমিরাবাদ এলাকার মানুষের চরম দুর্ভোগ  পোহাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির স্বীকার হতে হবে। এলাকার মানুষের দাবি টংকাবর্তী খালের ভাঙ্গনরোধে তড়িৎ ব্যবস্থা না নিলে উত্তর আমিরাবাদ এলাকার মানুষের ব্যাপক ক্ষতি হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।