রোগ প্রতিরোধ ও নিরাময়ে সময়ের ব্যবহার ও গুরুত্ব

ডাক্তার চেম্বারে নতুন ডায়াবেটিক রোগী দেখছেন,

রোগী (বিষন্ন গলায়): স্যার, আমার এখন কি হবে?

ডাক্তার সাহেব: কেনো কি হয়েছে?

রোগী: স্যার, শুনেছি যাদের একবার ডায়াবেটিস হয় তাদের ডায়াবেটিস আর কখনো ভালো হয়না, সারাজীবন ট্যাবলেট ইন্সুলিন নিয়ে বাচতে হয়। এছাড়া, আস্তে আস্তে শরীরের অন্যান্য অংগগুলো রোগাক্রান্ত হয়ে শরীরের অসুস্থতা নিয়ে আসে।

ডাক্তার সাহেব (মুচকি হেসে): এগুলো ভুল কথা। আবার সঠিকও বটে। ব্যাপারটা নির্ভর করবে সম্পুর্ণ আপনার ইচ্ছার উপর!

রোগী কথাটা শুনে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। বললেন, “স্যার, আপনার কথাটা বুঝলাম না”

ডাক্তার সাহেব: মনযোগ দিয়ে শুনুন ব্যাপারটা বুঝিয়ে বলছি।

আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একই সাথে তার প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলোও সৃষ্টি করেছেন।

মানুষের রোগ ও তার সমাধানের উপায়ও আল্লাহ বাতলে দিয়েছেন।

আপনাকে জানতে হবে কখন, কোথায়, কতটুকু ও কিভাবে খেতে হবে, চলতে হবে এবং দৈনন্দিন প্ল্যান করতে হবে। আপনি সঠিক প্ল্যানে চলতে পারলে শুধু ডায়াবেটিস নয় বরং সব ধরণের রোগ থেকে চিরমুক্তি সম্ভব কোনপ্রকার ওষধের সাহায্য ছাড়াই!

আপনার রোগমুক্তি আপনার উপরই নির্ভর করছে।