রাঙামাটির সব মার্কেট-দোকান

রাঙামাটি জেলা প্রশাসনে অনুষ্ঠিত বিশেষ সভা-সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

হঠাৎ করেই একদিনেই শহরে ১৭ জন করোনা রোগী চিহ্নিত হওয়ায় নড়েচড়ে বসেছে রাঙামাটির প্রশাসন। জরম্নরি সেবার সব প্রতিষ্ঠান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার বিকাল চারটা থেকে এই আদেশ কার্যকর হয়।

বুধবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কড়্গে অনুষ্ঠিত এক জরম্নরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই সভায় শহরে বিচ্ছিন্নভাবে চলা সিএনজি চলাচল বন্ধ ও মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেই সাথে শহরে প্রবেশের ড়্গেত্রে বিদ্যমান বিধিনিষেধ আরো কঠোর করার করার সিদ্ধান্তও নেয়া হয় সভায়। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপসি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাঈনউদ্দিন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন, বাংলাদেশ সেনাবাহিনীর স্টাফ অফিসার মেজর নাজমুল ইসলাম প্রতিনিধি সহ সংশিস্নষ্টরা। সভায় রাঙামাটি শহরের বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, রিজার্ভবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া ভানু, তবলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি জহির আহমেদও উপসি’ত ছিলেন।  রাঙামাটিতে করোনা পজিটিভ  রোগী বাপড়া পর্যটন শহরের মানুষকে রক্ষা করতেই এই জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।