মুজিববর্ষে দেশের জন্য বড় অর্জন এটি : ভূমিমন্ত্রী

মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশন্স পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করল ভূমি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা

ই-মিউটেশন’ উদ্যোগ বাসত্মবায়নের স্বীকৃতি স্বরূপ ‘স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে  মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশন্স পাবলিক সার্ভিস এওয়ার্ড- ২০২০’ অর্জন করল বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। পুরস্কার অর্জন করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি রোববার বিকালে ভূমিমন্ত্রী মন্ত্রণালয় থেকে এক ভিডিও বার্তায় বলেন, জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে বেশ আনন্দের সংবাদ। দেশ ও জাতির জন্য এটি একটা বড় ধরনের অর্জন।

ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশন্স পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড- ২০২০’ অর্জন করল বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। এটি আসলে সত্যি অনেক বড় অর্জন করেছি। প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার নির্দেশনায় আমাদের সকলের দলগত প্রচেষ্টায় আজকের এ অর্জন। উনার নেতৃত্বের কারণে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগে অবদানের আমাদের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ উনাদের কারণে এটি সম্ভব হয়েছে। আমাদের যে এ অর্জন এটিকে আমাদের ধরে রাখতে হবে। এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমার ভূমি মন্ত্রালয়ের সচিবসহ সবাই এটি অর্জন করার ব্যাপারে তাদেরও ভূমিকা রয়েছে। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।