মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব

খাদ্য সহায়তা বিতরণকালে মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনাকালে নগরীর নি¤œ আয়ের প্রতিটি বিপন্ন মানুষের হাতে খাদ্য সহায়তা যে কোন আপদকালীন পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়বদ্ধতা। কারণ সরকার বর্তমান পরিস্থিতিতে যে সাহায্য সহায়তা ও প্রনোদণা দিচ্ছে সে ক্ষেত্রে সবার চাহিদা পূরণ করা কোন মতেই পুরণ করা সম্ভব নয়। তাই ব্যক্তির সক্ষমতা অনুযায়ী আমরা যদি এক অপরে দিকে হাত বাড়াই তাতে অবশ্যই ভূক্ত ভোগির দুর্ভোগ অনেক অংশে লাঘব হতে পারে। তিনি ব্যক্তি উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদনের জন্য সংরিক্ষত কাউন্সিলর তছলিমা নুরজাহান রুবিকে ধন্যবাদ জনান।
বৃহস্পতিবার উত্তর কাট্টলী ওয়ার্ডের একেখান মোড়ে কর্মচ্যুত আদিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
মেয়র আরো বলেন, জলাবদ্ধতা যাতে নাগরিক দুর্ভোগ না বাড়ায় সেজন্য চসিক সচেতন রয়েছে। তিনি নালা-নর্দমায় প্লাস্টিক, পলিথিন, ময়লা-আবর্জনা না ফেলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
ওয়ার্ড কান্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু সভাপতিত্বে ত্রাণ বিতরণ সভায় বক্তব্য রাখেন উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম দোভাষ, কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, এরশাদ মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি