মাটিরাঙায় পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙা »

করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ সরকারের মহতী উদ্যোগ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেছেন, এসএমই ঋনের মাধ্যমে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। গৃহীত ঋণকে পরিবারের বোঝা নয়, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে।
এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
৯ আগস্ট বেলা সাড়ে ১১টার মাটিরাঙা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যাহ।
মাটিরাঙ্গা উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু ও মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যাহ বলেন, এমমসএমই ঋণ বিতরণের মাধ্যমে তাদের ঋণের পরিধি আরো প্রসারিত হলো। এর ফলে পল্লী উদ্যোক্তাদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে মাটিরাঙা উপজেলার করোনায় ক্ষতিগ্রস্ত ১২ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।