মঙ্গোলিয়ার জালে জাপানের ১৪ গোল!

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
জাপান ফুটবল বিশ্বে পরিচিত এশিয়ার ‘ব্রাজিল’ হিসেবে। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়েও তারা রয়েছে ২৭তম অবস্থানে।
অন্যদিকে মঙ্গোলিয়া র‌্যাংকিংয়ে একেবারে তলানির দিকের দল। দু’দলের ম্যাচটিও হলো যেন হাতির সঙ্গে পিঁপড়ের লড়াইয়ের মতো। ১৯০তম স্থানে থাকা মঙ্গোলিয়া বড় ব্যবধানে হেরেছে এশিয়ান পরাশক্তি জাপানের কাছে। খবর বাংলানিউজের।
গতকাল মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে নিজেদের মাঠ ফুকু-আরি স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে ১৪-০ গোল উড়িয়ে দিয়েছে জাপান। ব্লু সামুরাইদের হয়ে হ্যাটট্রিক করেছেন ইয়োয়া ওসাকা। ১৩তম মিনিটে জাপানকে প্রথম গোল এনে দেন লিভারপুল তারকা তাকুমি মিনামিনো। আরেকটু হলে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় কপালে জুটতো মঙ্গোলিয়ার। ১৯৯৮ সালে উজবেকিস্তানের বিপক্ষে ১৫-০ গোলে হেরেছিল তারা। অন্যদিকে আর দু’টি গোল দিলে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেতো জাপান। চারবারের এশিয়ান চ্যাম্পিয়নরা ১৯৬৭ সালে ১৫-০ গোল উড়িয়ে দিয়েছিল ফিলিপাইনকে।