বিভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান

কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় এমপি জাফর

 

নিজম্ব প্রতিনিধি, চকরিয়া :

আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর বিকালে মাইজ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নাজিম উদ্দিনের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালীর চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, অধ্যাপক মুজিবুল হক রতন, আবু মুছা, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, নাজেম উদ্দিন, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মাসুদ রেজা চৌধুরী, সহসভাপতি জামশেদ উদ্দিন বাবুল, পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ। উপস্থিত ছিলেন মো.নুরুল আবছার, এনামুল হক, মেম্বার মেহেদী, মেম্বার খোকন, মেম্বার বাদশা, মেম্বার আবদুল মান্নান। এছাড়াও অনুষ্ঠানে কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক, সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় জাফর আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে চকরিয়া- পেকুয়া উপজেলার প্রতিটি এলাকায় আওয়ামী লীগ তথা নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। সেজন্য এখন থেকে তৃনমুল জনপদে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। এতে  কোন বিভেদ বৈষম্য রাখা যাবেনা।তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে চকরিয়া-পেকুয়া মাতামুহুরী আওয়ামী লীগের নেতাকর্মীরা অবিচল রয়েছে।

সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন। তাই আওয়ামী লীগের নেতাকর্মী সবাইকে ভেদাভেদ পরিহার করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।