বাবুলের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ

মিতু হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক »
আলোচিত মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নিজের দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় শ্বশুরের দায়ের করা মামলায় কারাগারে আছেন বাবুল আক্তার।
গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সুপ্রভাতকে বলেন, ‘স্ত্রী হত্যাকাণ্ডে বাবুল আক্তারের করা মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। গত ২৭ ডিসেম্বর তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। কিন্তু তিনি উপস্থিত না থাকায় সেই আবেদনের শুনানি করেছে রোববার। বাবুল আক্তারের উপস্থিতিতে আদালত তাকে গ্রেফতার দেখাতে আদেশ দিয়েছেন।’
বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মিতু হত্যার ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারের দায়ের করা মামলায় তাকে গ্রেফতারের আবেদন করে পিবিআই। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেছেন। একই ঘটনায় মিতুর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। কিন্তু একই ঘটনায় দুই মামলা আদালতে চলতে পারে না। এ বিষয়ে উচ্চ আদালতে যাব।’
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় সাবেক এসপি বাবুল আক্তারে সহধর্মিণী মাহমুদা খানম মিতুকে। স্ত্রী খুনের ঘটনায় নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগে নিজের জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অনুমান প্রকাশ করে অভিযোগ করেন বাবুল। ঘটনার কয়েকদিন পরেই মামলার তদন্তে নেয় নতুন মোড়। গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ২০১৬ সালের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর একপর্যায়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ করেন তার শ্বশুর।