সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক শুরু

চলতি মাসে রায় ঘোষণা হতে পারে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চারদিন।
মামলার যুক্তিতর্ক উপস্থাপনকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টার দিকে মামলায় অভিযুক্ত ১৫ আসামি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে আনা হয়।
গত ২০২১ সালের ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয় আসামিদের আত্মপক্ষ সমর্থন করে দেওয়া সাফাই সাক্ষ্য। ওইদিনই বিচারক রোববার থেকে টানা চার দিন যুক্তিতর্কের দিন ধার্য করেন।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শেষ দিকে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে।
সিনহা হত্যার মামলায় অভিযোগপত্রের তালিকায় নাম থাকা ৮৩ জন সাক্ষীর মধ্যে মোট ৬৫ জন সাক্ষ্য প্রদান করেছেন।
এপিপি জিয়া উদ্দিন আহমেদ বলেন, মামলার সর্বশেষ যুক্তিতর্কের জন্য আদালত ৯, ১০, ১১ ও ১২ জানুয়ারি চার দিন সময় নির্ধারণ করেছেন। আসামিপক্ষের আইনজীবীরাও সর্বশেষ যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করবেন। জানুয়ারির শেষ দিকে সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করা হতে পারে।