ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন আবাহনী

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

ফেডারেশন কাপের শিরোপা জিতলো আবাহনী লিমিটেড। গতকাল (৯ জানুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দানিয়েল কলিনদ্রেস-রাকিব হোসেনের লক্ষ্যভেদে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে তিন বছর পর ১২তম ট্রফি ঘরে তুলেছে আকাশি-নীল জার্সিধারীরা। খবর বাংলা ট্রিবিউনের

ম্যাচের শুরুর দিকে আবাহনীকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করেছিল রহমতগঞ্জ। কিন্তু অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা মারিও লেমসের শিষ্যরা দুই অর্ধে দুই গোলের সুবাদে শেষ হাসি হেসেছে।   ফাইনালে আবাহনীর একাদশে দুটি পরিবর্তন আনা হয়। চোটের কারণে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার জায়গায় মনির হোসেন এসেছেন। রাফায়েল অগাস্তো ম্যাচের আগে অনুশীলন করলেও ব্যথা অনুভব করায় খেলতেই পারেননি। জুয়েল রানা ছিলেন শুরু থেকে। আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন তো চোট থেকে উঠতেই পারছেন না।

দুই বিদেশি নিয়ে আবাহনী ৪-৩-৩ ছকে খেলেছে। তবে ফাইনালে রাফায়েলের অভাবে কলিনদ্রেসকে মাঠ জুড়ে খেলতে হয়েছে। সাধারণত লেফট উইংয়ে খেললেও ফাইনালে কোনও সময় ‘নাম্বার নাইন’ কিংবা নিচে নেমে এসে নিজেই আক্রমণের উৎস হয়ে উঠেছেন তিনি। জুয়েল রানা-রাকিব হোসেন-নাবীব নেওয়াজ জীবন চেষ্টা করেছেন সমর্থন দেওয়ার। রহমতগঞ্জ চার বিদেশি নিয়ে উজ্জীবিত ফুটবল নৈপুণ্য দেখানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবে সানডে-ফিলিপ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।