বান্দরবানে নতুন ৯ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৬ জন

এন এ জাকির, বান্দরবান :

বান্দরবানে নতুন করে আরো ৯ জন করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মার্মা। ২ দিন বন্ধ থাকার পর শনিবার  কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার পর এ তথ্য জানানো হয়। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্ত ৪৬ জন।
স্বাস্থ্য বিভাগ জানায় গত ৪ ও ৫ জুন দুই দিন বন্ধ থাকার পর আজ শনিবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার পর বান্দরবানে নতুন করে ৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৫ জন রুমায় ৩ জন এবং নাইক্ষ্যংছড়িতে ১ জন। সদরে জেলা পরিষদ এর এক কর্মচারী হাফেজ ঘোনার ব্যাংক এর এক কর্মকর্তা ও তার পরিবারের ২ সদস্য এবং রাজবিলার এক মহিলা।
এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ জন। নতুন আক্রান্তদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্চে। এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।
ডা. অং শৈ প্রু মার্মা জানান বান্দরবানে নতুন করে ৯ জন করোনা শনাক্ত হয়েছে।
দুই দিন বন্ধ থাকার কারণে স্যাম্পল বেশি জমা হয়ে পড়েছে এ কারণে আজকে বেশি শনাক্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।