বর-কনে উভয়পক্ষকে জরিমানা করে বাল্যবিবাহ বন্ধ

রাঙ্গুনিয়া

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া »

রাঙ্গুনিয়ায় গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ পণ্ড করে দেন।

এসময় বর ও কনে উভয়পক্ষকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার ১৬ বছরের এক স্কুল ছাত্রীর সাথে মধ্যম পারুয়ার বাসিন্দা নূর হোসেনের ছেলে সেকান্দর হোসেনের (৩০) বিবাহের আয়োজন করা হয়। ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টারে বিয়েতে বর-কনের পক্ষের আমন্ত্রিত অতিথিরা ক্লাবে আসতে শুরু করেন। খাওয়া দাওয়া আয়োজন প্রায় চূড়ান্ত মুহূর্তে বিয়েতে বাধ সাধেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের অভিভাবকরা পালিয়ে যান। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কমিউনিটি সেন্টারে হাজির হতে নির্দেশ প্রদান করে হাজির করেন। এ সময় মোবাইল কোর্টের কাছে মেয়ের বাবা জানান, মেয়ের বয়স ১৬ বছর এবং তিনি তার দোষ স্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, মেয়ের বাবা ও ছেলের বাবা উভয়কেই ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিয়ের আয়োজনের খাবার স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে।