‘প্রশিক্ষিত ব্যক্তিই সফল হতে পারে’

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশ-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র উদ্যোগে নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের হালিমা-রোকেয়া হলে ক্লাব রেগুলার মিটিং ও ক্লাব অফিসার্স স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার এটিএম সেলিম রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য এমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন এসএম আশরাফুল আলম আরজু, স্কুলিং প্রোগ্রামে জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আরিফ আহম্মেদ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মো. শওকত আলী চৌধুরী এমজেএফ। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন এলসিআইএফ কো-অর্ডিনেটার লায়ন মনির আহমেদ চৌধুরী এমজেএফ।
বিভিন্ন ক্লাবের লায়নবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন আশীষ ভট্টাচার্জ এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন জাহানারা বেগম, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, জোন চেয়ারপারসন লায়ন মির্জা মো. জাহিদ হোসেন এমজেএফ, লায়ন ফজলুর রহমান মজুমদার স্বপন, ক্লাব ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার মনতোষ মুহুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য বলেন, লায়নিজমকে জানতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। একজন প্রশিক্ষিত ব্যক্তি যেকোন পরিসরে সফলতা লাভ করতে পারে। একজন সফল মানুষই পারে সমাজের কল্যাণে বা দুস্থ মানবতার কল্যাণে কাজ করতে। বিজ্ঞপ্তি