দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে আবু সুফিয়ান : সংগঠন শক্তিশালী হলে রাজপথে কেউ দমিয়ে রাখতে পারবে না

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ‘দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দুঃশাসন থেকে উত্তোরণে আমাদের রাজপথে নামতে হবে। রাজপথে নামার আগে নিজেদের সংগঠিত হতে হবে। দলীয় গ্রুপিং, ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী হলে রাজপথের আন্দোলনে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। হামলা মামলা করে বিগত এক যুগ ধরে নির্যাতন করেও যেখানে বিএনপিকে ধংস করতে পারেনি আর কখনো পারবে না। হামলা মামলার শিকার হয়ে বিএনপির নেতাকর্মীরা এখন আরো অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিএনপি এখন আর পিছনে নয় সামনের দিকেই এগিয়ে যাবে। তার জন্য আমাদের দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শওকত আজম খাজা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান, মহসীন চৌধুরী রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলু। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজুর যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ, লুৎফর এনাম টিটু, অ্যাডভোকেট মহিউদ্দীন সিকদার, সেলিম চৌধুরী, গিয়্সা উদ্দীন চৌধুরী আজাদ, ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরী, জামাল উদ্দীন মিন্টু, গিয়াস উদ্দীন চৌধুরী মুকুল, এস এম শাহাবুদ্দীন, রেজাউল হক চৌধুরী মাসুদ, মীর মো. জসিম উদ্দীন, আহমেদুর রহমান, আরিফ বিল্লাহ চৌধুরী, নেওয়াজ হোসেন নিষাদ, আরিফুর রহমান মারুফ প্রমুখ। বিজ্ঞপ্তি