পৌরসভার সড়ক হয়েও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চট্টগ্রামের  ফটিকছড়ি  উপজেলার সুন্দরপুর ইউনিয়নের খাজা গাউসিয়া মার্কেট-দক্ষিণ সুন্দরপুর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ফটিকছড়ি পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়নের প্রায় দশ হাজার বাসিন্দাকে। স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী  বলছে, প্রতিবারই নির্বাচন পূর্ববর্তী সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি পুন:সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কিছু হয়না। জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার খাজা গাউসিয়া মার্কেট হতে শুরু হয়ে সড়কটি দক্ষিণ সুন্দররপুর একখুলিয়া গিয়ে শেষ হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে। কিন্তু বেহাল অবস্থার কারণে এ সড়ক দিয়ে হেঁটে চলাও দায়। বিকল্প কোন সড়ক না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ সড়কে যাতায়াতকারী  অসংখ্য পথচারীকে। জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি অসংখ্য খানা-খন্দে ভরপুর হয়েছে। এতে করে এ ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এই সড়কের কয়েকজন গাড়িচালক জানান, শুষ্ক মৌসুমে কিছুটা ঠিক থাকলেও বর্ষাকালে কাদা ও পানিতে নিমজ্জিত থাকে সড়কটির বিপুল অংশ। খানাখন্দে ভরা সড়কটিতে রিক্সা ও ভ্যানগাড়ি উল্টে যায়। ফলে অনেক দুর্ভোগে পড়তে হয়।স্থানীয় আওয়ামী  লীগ নেতা মো. কামরুল ইসলাম জানান,সড়কটি অর্ধেক অংশ পড়েছে পৌরসভায় বাকি অর্ধেক সুন্দররপুর ইউনিয়নে। দীর্ঘদিন ধওে এই সড়কটি মেরামত করা হয়নি।সুন্দররপুরের বাসিন্দা  শিক্ষক আমান উল্লাহ আমান বলেন,দীর্ঘদিন ধরে সড়কটির কাজ না হওয়াতে বিভিন্ন স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী ও অসুস্থ রোগীকে অনেক কষ্টে চলাচল করতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তপক্ষকে সড়কটি মেরামতের জোর দাবি জানাচ্ছি। সুন্দররপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ বলেন,”সড়কটি অর্ধেক পৌরসভায় পড়েছে বাকি অর্ধেক সুন্দরপুর ইউনিয়নে পড়েছে।আমার ইউনিয়নের অংশটি এক মাস আগে সংস্কার করা হয়েছে”ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী এস এম হেদায়েত জানান,সড়কটি টেন্ডার হয়েছে।শীঘ্রই কাজ শুরু হবে।