পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মানবিক সহায়তা

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী-সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :

অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে লংগদু, মাইনীমুখ, করল্যাছড়ি ও ইয়ারাংছড়ির দুর্গম এলাকার দুস’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনা সদস্যরা। সেনাবাহিনীর সদস্যদের নিজস্ব রেশন থেকে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, আলু, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনী পণ্য বিতরণ করা হয়।

লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী জানান, করোনা মহামারীর সংকটাপন্ন পরিসি’তি শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের পাশে আর্ত মানবতার সেবা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।