নগরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

মৃতরা হলেন সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০)। এর মধ্যে সাবরিনা সুলতানা ২২ ডিসেম্বর এবং আব্দুল গণি ২৪ ডিসেম্বর চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে (চমেক) ভর্তি হন। দুজনেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমাবার মারা যান।

প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরে মোট ৫ হাজার ৩৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে নগরে ৪ হাজার ৯৬ জন এবং জেলায় ১ হাজার ৩০১ জন রয়েছেন। মারা গেছেন ৪০ জন। এর মধ্যে পুরুষ ১৪ জন, মহিলা ১৩ জন ও শিশু রয়েছেন ১৩জন।