দেওয়ান বাজারের মসজিদসমূহে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

কোভিড-১৯ এর বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে প্রতিরোধ ও গণসচেনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধ এম রেজাউল করিম চৌধুরী পক্ষে গতকাল বৃহস্পতিবার ২০নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কার্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে ২০ নম্বর দেওয়ান বাজার এর ১৩টি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের হাতে মুসলল্লিদের প্রদানের জন্য করোনা সুরক্ষা সামগ্রী (মাস্ক ও স্যানিটাইজার) বিতরণ করেন দেওয়ান বাজার ওয়ার্ড এর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
সাবেক কাউন্সিলর ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নগর আওয়ামী লীগের সদস্য পেয়ার মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুরক্ষা সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুফিয়ান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হারুন, চসিক ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মো. জহির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, মো. শহীদ, সালাউদ্দীন সুমন, আলোড়ন বিশ^াস ফ্লাওয়ার, হিমেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বর্তমান করোনার ভয়াবহতায় ক্রান্তিকাল পার করছি। একমাত্র স্বাস্থ্য সচেতনতায় পারে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। তাই তিনি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের অনুরোধ করেন যাতে তারা মসজিদে আগত মুসল্লিদের সুরক্ষ সামগ্রী (মাস্ক ও স্যানিটাইজার) বিতরণ পূর্বক সচেতনতা সৃষ্টি করেন এবং স্বাস্থ্য সচেতনাতার ও সুরক্ষা সামগ্রী ব্যাবহারের মাধ্যমে করোনাকে প্রতিরোধ করা সম্ভব তা বুঝিয়ে বলেন। সেই সাথে কোভিড-১৯ টিকা গ্রহনে উদ্ভুদ্ধ করার জন্য সকলের প্রতি আকুল আবেদন জানান। বিজ্ঞপ্তি