ট্রেনে সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে পৌঁছানো যাবে ঢাকা

সুপ্রভাত ডেস্ক »

পদ্মা সেতুর কাজ শেষ হলে মাত্র সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে রেলপথে ঢাকা পৌঁছতে পারবেন যাত্রীরা। ভারতীয় হিন্দুস্তান টাইমস পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রায় ৬.২ কিলোমিটার দীর্ঘ সেতুর এক প্রান্তে রয়েছে মাওয়া, অন্যপ্রান্তে জাজিরা। চলতি বছর জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে। এই পথ দিয়েই চলাচল করবে ঢাকা – কলকাতা সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস।

বাংলাদেশে রেলওয়ের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, বর্তমানে কলকাতা থেকে রেলপথে ঢাকা আসতে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কলকাতা স্টেশন থেকে গেদে – দর্শনা হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

পদ্মা সেতু চালু হলে কলকাতা থেকে ঢাকার রেলপথে দূরত্ব কমে হবে ২৫০ কিলোমিটার। তখন বনগাঁ – পেট্রাপোল হয়ে চলাচল করবে ট্রেনটি। যার ফলে মাত্র সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে পৌঁছনো যাবে ঢাকায়।