ট্রেনে তোলা হয়েছে ভারতীয় পেঁয়াজ, একদিনের মধ্যে ঢাকায় পৌঁছাবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সুপ্রভাত ডেস্ক »

ভারতীয় পেঁয়াজ ট্রেনে তোলা হয়েছে, একদিনের মধ্যে দর্শনা হয়ে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার (২৪ মার্চ) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর সিন্ডিকেট ও প্রতিযোগিতার প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে যা চুক্তি হয়েছে, সেই পেঁয়াজ আসবে (৫০ হাজার টন, ধাপে ধাপে)। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাছাড়া ভারত-রাশিয়াসহ বৈশ্বিক বাজারগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। যার যার জায়গা থেকে সবাই একযোগে কাজ করলে বাজার নিয়ন্ত্রণে থাকবে।’

তিনি বলেন, ‘সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের আওতায় সাধারণ মানুষকে সহযোগিতা করছে সরকার। চিনি-তেল ৯০ শতাংশ আমদানিতে নির্ভরশীল, সরকার তা কামানোর চেষ্টা করছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেলের দাম নির্ধারণ করা সফল হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।’

এনবিআরের দায়িত্বশীলরা ভোক্তাদের অধিকার নিশ্চিত চেয়ে মাঝে-মধ্যে রাজস্ব আদায়ে গুরুত্ব দেয় বলেও এ সময় মন্তব্য করেন আহসানুল ইসলাম টিটু।