জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে কাল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

২০২০ সালের চট্টগ্রাম প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগ শুরুর কয়েক দিন পর করোনার প্রভাবে  স্থগিত হয়ে পরে আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বাতিল করে এবার ২০২১ সালের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস  স্পোর্টস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে নবাগত জেলা পুলিশ একাদশের সাথে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিকেল সাড়ে তিনটায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।

এ উপলক্ষে গতকাল বিকেলে সিজেকেএস সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিডিএফএ সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল লিগের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এবারের লিগে প্রতি দলে দেশের সর্বোচ্চ লিগের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারজন করে খেলোয়াড় অন্তর্ভূক্ত করতে পারছে। তাই দর্শকরা দেশ সেরাদের খেলা উপভোগ করার সুযোগ পাবেন। প্রতি ম্যাচে দেয়া হবে সেরা খেলোয়াড়ের পুরস্কার। দেয়া হতে পারে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। এ লিগে ১০ দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে: কাস্টমস এস সি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মাদারবাড়ী উদয়ন সংঘ, চবক ক্রীড়া সমিতি, বিসিআইসি ক্রীড়া সংসদ, চট্টগ্রাম জেলা পুলিশ। আগামী ১৭  অক্টোবর পর্যন্ত প্রতিদিন ১টি করে খেলা হবে। সরাসরি লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।  মোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে আট লক্ষ টাকা মাত্র। গতবারের মত এবারের লিগে স্পন্সর করায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের এর বোর্ড অব ডাইরেক্টরস’র চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এছাড়া সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ ও সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন,  আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।