চিংড়ির পেটে জেলি আনোয়ারায় মাছ ব্যবসায়ীকে জরিমানা

জরিমানা, আটক এক
নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :
অধিক মুনাফা লাভের আশায় চিংড়ির ওজন বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। চিংড়ির চাহিদা বেশি হওয়ার সুযোগ নিয়ে ইনজেকশন দিয়ে চিংড়ির পেটে জেলি ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগের এমন সংবাদের ভিত্তিতে আনোয়ারায় এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা কালাবিবি দীঘির মোড় মৎস্য আড়তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমদ অভিযান পরিচালনা করেন।
এ সময় ৪০ কেজি চিংড়ি মাছ জব্দও করেন তিনি।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা এফ.এ জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমদ বলেন, চিংড়ির চাহিদা বেশি থাকায় এই সুযোগে চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়াচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
ওজন বাড়িয়ে ক্রেতাদের কাছে বেশি টাকা আদায়ে চিংড়ির পেটের মধ্যে জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে বলে সম্প্রতি বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এ অভিযান। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের এমন অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা।