চট্টগ্রাম মাস্টার্সের শিরোপা অক্ষুন্ন

কেএম এজেন্সি ভেটারেন ফুটবল সম্পন্ন

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত কেএম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্টের শিরোপা অক্ষুন্ন রেখেছে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ৪-১ গোলে চকবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মোজাম্মেল দু’টি, মানস ও ফরহাদ একটি করে গোল করেন। চকবাজারের পক্ষে একমাত্র গোলটি করেন সেতু।

ম্যান অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের মোজাম্মেল, সর্বোচ্চ গোল দাতা পাভেল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট ফরহাদ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে সুদৃশ্য ট্রফি ছাড়াও প্রাইজমানি দেয়া হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস ও টুর্নামেন্টের স্পন্সর, সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া পৃষ্ঠপোষক মসিউল আলম স্বপন। আয়োজক কমিটির সভাপতি দেবাশীষ বড়–য়া দেবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ও সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, প্রদীপ ভট্টাচার্য্য, নাছির মিয়া, দিদারুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্য ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলু, এ জেড এম হায়দার ও সুলতান মাহমুদ সেলিম, বাংলাদেশ রবার বাগান মালিক সমিতির সভাপতি, বিজিএমইএ’র সাবেক পরিচালক সাইফুল্যাহ্ মানসুর, সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু ও তাহেরুল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস’র ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আকতারুজ্জামান, কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, লোকমান হাকিম মো. ইব্রাহিম, এনামুল হক, কাজী জসিম উদ্দিন, শওকত হোসাইন, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, আলী হাসান রাজু, সরওয়ার আলম চৌধুরী মনি, গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বখতেয়ার প্রমুখ। গত ৯ আগস্ট শুরু হওয়া সাবেক কৃতি ফুটবলারদের এ মিলন মেলায় ১২টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি