চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

নানামুখী ষড়যন্ত্র ও প্রতিবন্ধতকাকে ছাপিয়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে সর্বোচ্চ ১৯৮টি পদক জয় করে চট্টগ্রাম বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গতকাল ঢাকায় সমাপ্ত এ প্রতিযোগিতার আসরে চট্টগ্রামের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে ৪৯টি স্বর্ণ, ৪০টি রৌপ্য এবং ৫৭টি ব্রোঞ্জপদক লাভ করেন। ৪৬টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য ও ৬১টি ব্রোঞ্জপদক নিয়ে দ্বিতীয় হয়েছে ঢাকা বিভাগ। প্রতিযোগিতার শুরু থেকে স্বর্ণসহ একাধিক পদক জিতে চট্টগ্রাম বিভাগ নিজ অবস্থান সুদৃঢ় করতে থাকে। প্রতিদিন পদক জয়ে চট্টগ্রাম অগ্রগামী হলে শুরু হয় মহল বিশেষের ষড়যন্ত্র। চট্টগ্রামের পক্ষে ভালো করা ক্রীড়াবিদদের ফলাফল পাল্টে দেয়া ও অধিক বয়সের খেলোয়াড় অন্তর্ভূক্ত করেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। শেষ পর্যন্ত অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের ক্রীড়াবিদের মধ্যে সর্বোচ্চ ১০টি স্বর্ণ আসে তায়কোয়ান্দো ইভেন্ট থেকে। এছাড়া কারাতে ৮, জিমনাস্টিক্সে ৭, উশুতে ৫, সাইক্লিংয়ে ৪, টেবিল টেনিসে ৪, সাঁতারে ২, জুডোতে ২, দাবায় ২, অ্যাথলেটিক্সে ১, কুস্তিতে ১, আর্চারিতে ১, ব্যাডমিন্টনে ১টি স্বর্ণপদক জয় করে। গতকাল সমাপনী দিনে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরসহ ক্রীড়াবিদদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রতিযোগিতার আয়োজক বাংলঅদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
গতকাল শেষ দিনে উশু উভেন্টে চট্টগ্রামের প্রতিযোগীরা ৪টি স্বর্ণপদক জয় করেন। এরমধ্যে সান্দা (-৪৫ কেজি) (তরুণ) ইভেন্টে ইমন তঞ্চঙ্গ্যা, সান্দা (-৪৫ কেজি) (তরুণী) ইভেন্টে মেবুমা মার্মা, সান্দা (-৫২ কেজি) (তরুণী) ইভেন্টে সুমাইয়া, তাউলু (তরুণ) ইভেন্টে নিশান চৌধুরী শুভ ও তাউলু (তরুণ) ইভেন্টে শাহীন আলম স্বর্ণপদক এনে দেন। এদিকে অ্যাথলেটিক্স ৮০০ দৌঁড়ে স্বর্ণপদক জয় করেন তানজিলা আক্তার।